বিবাগী সোহাগী / শ্রী নীলকান্ত মণি / বাংলা কবিতা /
বিবাগী সোহাগী শ্রী নীলকান্ত মণি এই তো কদিন আগে সে এসেছিলো এ পাড়ায়৷ অনেক কান্না কেঁদে একটু আরাম সে পেয়ে ছিলো! তার সে অশ্রু বরিষণ যে আরাম বিতরণ করেছিলো তার ভাগ ও তো সে দিয়ে ছিলো আমাদের! সেই কথা এতো তাড়াতাড়ি ভুলে গেলে নাকি! তার মনো ভার, একটু বোধ হয় হালকা হয়ে ছিলো অগ্নিগর্ভ হলকা…