তালপাতার পাখা (শেষপর্ব) / ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / বাংলা ধারাবাহিক গল্প /
তালপাতার পাখা (শেষপর্ব) ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় কুসুমের শরীরে যখন যৌবন এল তখন প্রস্ফুটিত পদ্মের মতোই তার সৌন্দর্য। চুলে কেশুত পাতা ঘষে দিত ঠাগমা। কালো ভ্রমরের মতো চুল ,আয়ত চোখ। ফাল্গুন মাসে শিবরাত্রির ব্রত করে জল ঢালতে গিয়েছিল পলাশডাঙার টাটেশ্বর বাবার থানে। কী বিরাট মেলা বসেছিল। ওখানেই প্রথম দেখা হয়েছিল আশুতোষ এর সাথে। ঠাগমা বলেছিল “ভালো করে…