শেষের কবিতা / শ্রী নীলকান্ত মনি / বাংলা কবিতা /
শেষের কবিতা শ্রী নীলকান্ত মনি ভাই, শেষের কবিতা আমরা দুজনে, না হয়, বলি আরো কিছু কথা! আমার মনে হয় তোমার ও তাতে আগ্রহ আছে আছে প্রশ্রয়! আরো কিছু কথার প্রবর্তনা সেই সাহসে ই! অবশ্য, এ আমার একার প্রত্যয়! তোমার মনের কি ভাব সত্যিকার তা তো জানা নেই তাই, সঙ্গী রয়েছে কিছু সংশয়! তবু, বলি এটা…