আপনজন (নবম পর্ব) / কাকলী ঘোষ / বাংলা ধারাবাহিক গল্প /
আপনজন (নবম পর্ব) কাকলী ঘোষ আনন্দে বুকের ভেতরটা কেমন ভেসে গেল ওর। এ যে ওর স্বপ্নের ও অতীত ! যেদিন প্রথম শিখাকে ডেকে দেখিয়েছিল ধনাই সেই দিন থেকেই তো রাতে ওই মুখ বুকে রেখে ঘুমোতে যায় ও। মনে মনে স্বপ্ন সাজায়। লাল নীল সেই সব স্বপ্নের ঘরে কত আশা, আনন্দ দুঃখ বেদনা খেলা করে শিখা…