আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি / মৌসুমী ঘোষাল চৌধুরী / বাংলা কবিতা / শারদীয়া সংখ্যা /
“আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি” মৌসুমী ঘোষাল চৌধুরী আমার ধ্রুবতারাওগো ঝিলামরাজ তোমার মাধবীলতা আজো মেঘকন্যা। বৃষ্টি ঝরে চোখে। ততটাই বারি নাভিতলে। আজো সে অভিসারী, আলাপন। ভেসে বেড়াই; তুমি ও যেন সাজা কাটো। ফিরে আসো এই নদী, সাগর, পাহাড়, কৃষ্ণ কৃষ্টি মহোৎসবে। যুগে যুগে, তুমি এসো। এসো হৃদয়ে, এসো বাঁধনে। দেবো চরনে কুঞ্জ কানন,…