লাফিং বুদ্ধ / বাসুদেব চন্দ / বাংলা ছোট গল্প /
লাফিং বুদ্ধ বাসুদেব চন্দ প্রদীপ, ডাক নাম দীপ। সুঠাম চেহারা। ছোটবেলা থেকেই শরীর চর্চা আর খেলাধুলায় বেশ আগ্রহ। পড়াশোনায়ও মোটামুটি ভালো। বাবার একার রোজগারে মা-বাবা আর ভাই-বোনের সংসার টেনেটুনে চলে যায় আরকি। কোনোরকমে কলেজের দরজা টোপকেই চাকরি খোঁজা শুরু করে দিল দীপ। বোনের বিয়ের জন্য বাবার পাশে না দাঁড়াতে পারলে সম্মান থাকবে না! কিন্ত উপায়টা…