বন্ধু / ডঃ মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার) / বাংলা কবিতা /
বন্ধু ডঃ মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার) দোপাটি আর ঝুমকো লতায় বিছানা পেতে শুই – অহংকারের ভালোবাসায়। জীবন মরণ দুই চাঁদ ডুবে আঁধার বকুল তলায় উথাল পাথার মন বাঁশির ঠ্যালায় অন্তর বাহিরে রাই মন বান্ধি কী দিয়ে? উঠোন হতে বন্ধুয়া যায় নুপুর বাজিয়ে এঁদো সম্পর্ক ঘোলা জল খাও ডুব দিয়ে – উদাস হইল ব্যাকুল হইল…