বুঝলি না / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
” বুঝলি না “ রণজিৎ মন্ডল ভালো রে তুই অনেক ভালো শুধু লোকের ভালো দেখলি না, কালো রে তুই অনেক কালো শুধু বৃষ্টি হয়ে ঝরলি না। নিজের রূপে নিজেই মজিস অন্যের রূপে জ্বলে মরিস, কুহু সুরে গান গেয়ে তুই কারো মনে বসলি না। অহঙ্কারের পাল্লা ভারী, পিছন ফিরে দেখ রে তারি, যতই ভালো…