ভালোবাসি বাংলাকে ভালোবাসি দেশকে / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা / শারদীয়া সংখ্যা /
ভালোবাসি বাংলাকে ভালোবাসি দেশকে মৃনাল কান্তি বাগচী ভালোবাসি আমি এই বাংলার গাছপালা ,ফুল ফল, নদীর জল মন আমার আনন্দে হারিয়ে যায় যখন দেখি গাছ ভরতি হরেক বাহারি ফুলের ডাল। ভালোবাসি আমি রাতের চাঁদের আলো হাজারো নক্ষত্র,রাতের নীল আকাশ এসব দেখে দেখে কেটে যায় আমার সব অবকাশ। শিউলীর ডালে ডালে ফোটে যখন শরতে শত শত ফুল…