শ্রীমতী / কিশোর বিশ্বাস / অনুগল্প / সবুজ সংখ্যা /
শ্রীমতী কিশোর বিশ্বাস আজ শুক্রবার, ক্লাবঘরে চোখের ডাক্তার আসবেন। চল তোমার চোখটা দেখিয়ে আনি। শ্রীমতী বলল কেন? আমার চোখে আবার কি হয়েছে? তুমি যে বললে চোখে যন্ত্রণা হয়। না,ও কিছু না। আমার চোখ ভালো আছে। না, চোখ নিয়ে হেলা করতে নেই। তোমাকে যেতেই হবে। যাব যে কুড়িটা টাকা কোথায় পাব?সত্যি ওদের অবস্থা ভালো…