শূন্যেও ভীড় জমে / মৌসুমী মৌ / বাংলা কবিতা / সবুজ সংখ্যা /
শূন্যেও ভীড় জমে মৌসুমী মৌ শূন্যেও ভীড় জমে কথারাও দল বেঁধে ক্রমশ হারায়, গাছেদের পাতা ছুঁয়ে বিষণ্ণ ভোর মৃত্যুর উৎসবে সেও আসে ধীর লয়ে বিকেল ফুরোয়… পৃথিবীতে আগুন আছে মাটিতেও ভয় ভালোবাসার অভ্যেসে পলি জমে নদীরও ক্লান্তি আসে পাখির গোপন অসুখ মুক্ত ডানায়| তবু প্রেম আশ্রয় চায়! হাতের মুঠোয় হাত শিশিরের ঘাম জমে…