ফিরে দেখা / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা / ২২শে শ্রাবণ সংখ্যা /
☆★☆” ফিরে দেখা “☆★☆ ◇◆◇◆◇◆◇◆◇◆◇◆◇ শিব প্রসাদ হালদার নিজ গর্ভে ধরা ফুটফুটে শিশু ফেলে যে নারী চলে যায় পরপুরুষের হাত ধরে, মোহ শেষে সতীত্বের দাবী নিয়ে কি করে ফিরবে সে- পরিত্যক্ত সেই “সৎস্বামী “সংসক্ত সংসারে ? অনাগত ভবিষ্যতে কি দেবে জবাব ? কি দিয়ে দেবে সান্ত্বনা- সন্তানের অশান্ত অনুকম্পের অনুভূতিতে ?? পরিণতি বুঝতে না বুঝতেই,…