এ প্লেটোনিক লাভ স্টোরি / সলিল চক্রবর্ত্তী / বাংলা ছোট গল্প /
এ প্লেটোনিক লাভ স্টোরি সলিল চক্রবর্ত্তী “তুই তো বসিরহাট B L R O তে আছিস , সময় সুযোগে হাসনাবাদে রতন মন্ডলের বাড়ি গিয়ে জমির টাকাটা নিয়ে আসতে পারিস তো?” অপু, ওরফে অপরেশ লাহিড়ীকে ওর বাবা খানিকটা অনুরোধের সুরেই কথাগুলো বলেন। একসময় বসিরহাটে অপুদের পৈতৃক বাড়ি ছিল। সেসব এখন শরিকানা ভাগ বাটোয়ারায় কিছুই…