মা এলো / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা / শারদীয়া সংখ্যা /
মা এলো রণজিৎ মন্ডল পূজোটা আসছে আসছে করে এসেই গেল, বাঙালি সব ভুলে গিয়ে রাস্তার দখল নিল। মা দূর্গা এসে থাকবেন, শরণার্থীর প্যান্ডেল হল, চারটি দিন কষ্ট করে সময় চেয়ে নৌকায় এল। আনন্দে বাঙালি এই কটা দিন থিমে সাজলো! যার মনে যেটা পছন্দ, রাতারাতি সেজে উঠল। রাস্তা ঘাট খানা, ডোবা, পঁচা দূর্গন্ধে ভরে গেল। মুখ…