অবসর / প্রদীপ সরকার / বাংলা কবিতা /
অবসর… প্রদীপ সরকার ———- রোজই সকাল চলে রুটিন মাফিক জীবনে মোর নিত্য। মন্দ ভালো মিলে আঁকা গতের দিন চিত্র। সূর্য যখন ছড়ান তাঁহার, প্রথম কিরণটা ওই পূব আকাশে, আঁধার কালো ভুবন তাঁহার, আলোর আভায় মৃদু উদ্ভাসে, সেই সে তখন হয় গো শুরু আমার নিত্য দিনের ব্যস্ত সময়।। ভোরের ঠাণ্ডা বাতাসটা মুই, একটুখানি গায়ে মেখে নিই,…