যে দিন রবো না / কিশোর বিশ্বাস / কবিতাযাপন /
যে দিন রবো না কিশোর বিশ্বাস যে দিন রবো না, রবো — আকাশের কোনো এক কোণে চাঁদ হবো, তারা হবো, যা আসে পাগলপারা মনে। রয়ে যাব বিপ্লবে, সময়ের রক্ত তুফানে। ঝড় হবো, মেঘ হবো ঘরে ঘরে খুঁজে যাবো তুমি শুধু জেগে থেকো দুখের প্লাবনে। যে দিন রবো না, রবো আকাশের কোনো এক কোণে। জোনাকির…