অদৃষ্টের পরিহাস / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
অদৃষ্টের পরিহাস মৃনাল কান্তি বাগচী যার লাগি সারাজীবন করিয়াছো তুুমি জীবনপাত, সে তো তা মোটেই বোঝেনা বৃথাই করছো অশ্রুপাত। অশ্রু বিসর্জিয়ে তুুমি নিজেকে নিজেই দেও সান্ত্বনা, এর বেশি কিছু করার নেই এটাই ধরে নেও, তোমার তরে বিধাতার বঞ্চনা। বিধাতার বঞ্চনাকে রোধ করার নেই কোন উপায়, যা ঘটার তাই ঘটে জীবনে যদি না হয় বিধাতা সহায়।…