সেদিন নিশীথে / কাকলি ঘোষ / বাংলা ধারাবাহিক গল্প /
সেদিন নিশীথে কাকলি ঘোষ প্রথম পর্ব ঘরে ঢুকতেই গা টা কেমন শিরশির করে উঠল তপনের। এত ঠান্ডা কেন রে বাবা!এসি রুম তো নেয় নি ও। তাহলে ! রুম সার্ভিসের ছেলেটিরও ব্যাবহার খুব অদ্ভুত। ও ভেতরে ঢুকেছে কি ঢোকেনি হাত বাড়িয়ে কোনক্রমে আলোটা জ্বেলে দিয়েই পালালো। তাও বেড সাইড লাইট। এ আবার…