বেঁচে থাকার শরদ / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
বেঁচে থাকার শরদ মৃনাল কান্তি বাগচী আবার যদি তুুমি আমার কাছে আসতে ফিরে, আমার সব অপূরণ স্বপ্ন পূরণ হতো,যা ছিল তোমায় ঘিরে। ইচ্ছে হয় আবার ভাসাই তরনী ভালোবাসার দরিয়ায়, যে ইচ্ছে হয়নি পূরণ, তা যদি পূরণ হয় নতুন করিয়া। জীবনের অনেক স্বপ্ন,যা রয়ে গেছে স্বপ্ন হয়ে, সেই স্বপ্ন যদি সার্থক হতো, কত…