অলীক নামজীবন / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা কবিতা /
অলীক নামজীবন শ্যামাপ্রসাদ সরকার একটি অলীক নামে তাকে ডেকেছি বিস্মৃতির বিরতি নিয়েই হয়ত হঠাৎ উঠোনে যেন কালবৈশাখী এসে দিয়ে গেল হাওয়ায় পোড়া সিগারেট টুকরো! কখনো উন্মাদ হয়ে চেয়েছি প্রেম তবুও কতবার শেষ করে নিবিয়ে দিয়েছি আলো! সে পিছুডাকে রয়ে গেছে তবুও। দিয়ে গেছে মনখারাপের অজস্র পিছুটান! যখন উচ্চগ্রামে ডেকেছ নাম ধরে কখনো, বুকের…