চাহিদা / ডঃ ভিক্ষু রতনশ্রী / বাংলা কবিতা /
চাহিদা ডঃ ভিক্ষু রতনশ্রী এত চাহিদা! চারদিকে হাহাকার মানুষের আত্ম চিৎকার মৃত্যুমিছিল ঘিরে স্বজনহারা মানুষ অতিশয় কাতর ভীত, ত্রস্থ, আতঙ্কিত নিরাপত্তাহীন। কাউকে ছোঁয়া যায় না কারণ সে সঙ্ক্রমিত উহ্ কি অসহ্য যন্ত্রণা! এত কিছুর পরেও চাই, আরও চাই সন্তুষ্ট নয়, যা আছে তার প্রতি জীবনের মায়া ত্যাগ করে মানুষ ছুটে চলেছে সামনের দিকে…