পাঠাগারের পাঠ / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা /
☆☆☆”পাঠাগারের পাঠ”☆☆☆ ■□■□■□■□■■□■ শিব প্রসাদ হালদার পাঠাগার ডাকে শুধু বারবার এখানে নেই কিছু হারাবার আছে যা-সব কিছুই পাবার—! জ্বালাতে জ্ঞানের প্রদীপ নেই কোন বাধা-নেই কোন মানা পড়াশুনায় জ্ঞানী হয়ে, যায় অনেক জানা। তবুও কেন অনীহা-কেন উদাসীন? সমীক্ষায় দিচ্ছে জানান, দেখি প্রতিদিন। আধুনিক যুগে আজ বই পড়া হ্রাস আগামী প্রজন্মের কথায় জাগে মনে…