বড় একা এবং কেহ কোথাও নাই / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা / শারদীয়া সংখ্যা /
বড় একা রণজিৎ মন্ডল রাস্তা ফাকা, যতদূর চোখ যায়, আকা বাকা, কোরো নেই দেখা। জীবন যেন কাঁদিছে ঘরের কোনে, একা একা নিরজনে, রাস্তাগুলো যেন মৃত্যুর ফুলশয্যায় ঢাকা। কোথায় অকরুন ভালোবাসা, কোথায় দুখের কান্না সূখে হাসা, হারিয়ে গেছে সব গল্প মুখের ভাষা, ভেসে বেড়ায় আকাশে বাতাসে একটাই ছবি মাস্কে মুখ ঢাকা। শুধু অজানা…