সম্পাদকীয় / সবুজ স্বপ্ন পত্রিকা / শারদীয়া সংখ্যা /
সম্পাদকীয় — আবার দীর্ঘ একটি বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলে এলো— শারদীয়া ১৪২৮, আজ মহালয়ার পুণ্য তিথিতে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আবাহনে প্রকাশিত হলো আমাদের ‘সবুজ স্বপ্ন’ উৎসব-সংখ্যার অনলাইন সংস্করণ। অন্ধকারের শীতল স্পর্শ এবং অস্থির সময়ের ভয়ংকর চোখরাঙানি উপেক্ষা করে আমরা এগিয়েছি। বিভিন্ন সামাজিক প্রতিকূলতা সত্ত্বেও বর্তমান সময় তার উৎসাহ-উদ্দীপনার অর্থবহ দিকটি বিস্মৃত হতে…