ওগো প্রণয়নী / কিশোর বিশ্বাস / বাংলা কবিতা / ভাষা সংখ্যা /
ওগো প্রণয়নী কিশোর বিশ্বাস ওগো প্রণয়নী সুধাই তোমার সনেতোমার গাঁয়ে কি আসে না বৈশাখীভাঙে না পাখির বাসা?তোমার গাঁয়ে কি আসে না ভাটারিক্ত হয় না নদী?আমায় পড়ে না মনে?ওগো প্রণয়নী ওগো প্রণয়নী সুধাই তোমার সনে।তোমার গাঁয়ে কি উদাস বাউলফেরে নাকো গান করে?তোমার গাঁয়ে কি ঝরে না বকুলঅশ্রু লইয়া চোখে?আমায় পড়ে না মনে?ওগো প্রণয়নী ওগো প্রণয়নী…