না মানুষের গল্প / কাকলি ঘোষ / বাংলা ছোট গল্প /
না মানুষের গল্প কাকলি ঘোষ দৃশ্যটা দেখেই মাথায় রক্ত চড়ে গেল নিখিলের। এতবার বারণ করেছে তবু কিছুতেই কথা কানে তোলে না অপর্ণা। সে __ ই পোষ্যটাকে কোলের কাছে নিয়ে খাওয়াচ্ছে। জঘন্য কালো মিশমিশে একটা রাস্তার কুকুর ! কি করে যে ওটা ওর অত প্রিয় হতে পারে ভগবানই জানেন! ওর তো দেখলেই বিতৃষ্ণা জাগে।…