সাধনার সজ্জা / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা /
সাধনার সজ্জা শিব প্রসাদ হালদার অপবিত্র অশান্ত চিত্তে পবিত্রতার উপাসনায়, শত শত মন্ত্র উচ্চারণেও; হবে কি সার্থক-যথার্থ সৎ সাধনা ? ব্যর্থ আরাধনার ব্যথায় ব্যাকুল চিত্তে, ঠিক তখনই বুঝবে- নির্ভেজাল পবিত্রতার সাধনা ছাড়া, কখনও হয়নি-হবেও না যে কোন মহৎ কাজ! তুমিও করো না চেষ্টা, অবশেষে ব্যর্থতার ব্যথায়-সবই হবে বিফল; তোমার রংমাখা ঝকঝকে সাজ !! □¤■□¤■□¤■□¤■□¤■□