ভালোবাসি বলোনা! / আগন্তুক / বাংলা কবিতা /
ভালোবাসি বলোনা! আগন্তুক চলো জলে ডুবি , আগুনে পুড়ি , দুজনেই হই সিক্ত..! বুঝে নিই ! কে ? কম-বেশী ভালোবাসি..! চলো অজানায়,,সব ছাড়ি লয়ে কানা কড়ি ! কলঙ্ক মাখি তপ্ততায় হাটি ! জেনে নিই ! প্রেমে কে ? কতটা খাটি ? চলো দুঃখে ভাসি.. সব ভেদাভেদ মিটিয়ে একটু কাছে আসি ! একটুকুও সুখ বিহীন বেদনার…