অক্ষরধাম / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
অক্ষরধাম প্রেমাঙ্কুর মালাকার শীতের দুপুরে, ধূলায় ধুলায়, ধূসর আমেদাবাদ – বাসে চাপলাম,ভ্রমণ করছি, মিটিয়ে মনের সাধ। লক্ষ্য এবার, অক্ষরধাম, বাস ছোটে দ্রুতবেগে; সাজানো গোছানো, পথে আইল্যান্ড, চোখে যায় ধাঁধা লেগে! অনেক দূরেই, বাস থামিয়েছে, অক্ষরধাম থেকে; নাবলাম সব, মালপত্তর, বাসেই দিলাম রেখে। পথের দুধারে, বসেছে হকার, পসরা সাজিয়ে ঢেলে; কুলের প্যাকেট, তেঁতুল কতোকি, পথের…