কলমকারি / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা কবিতা / বিশ্ব কবিতা দিবস /
কলমকারি শ্যামাপ্রসাদ সরকার জলের ধারে কলমকারি আচমকা দাঁড়ালে! অর্বাচীন সমুদ্দুরে মুখ কি আঁচালে? সেদিন যখন জীবন ছিল হাতের ওপর আঙুল ছিল, দরজা ছাড়াই বাঁধন ছিল, নোনা জলের ঢেউও ছিল! আড়াল থেকে আঁচল মেলে, সারাটা দিন রৌদ্রে ছিলে, একটা একটা বই-এর সাথে ঠিকানা ছিল….ঠিকানা ছিল! আজকে মেল নক্সী চাদর, দুই মলাটে নিজের আখর পারছ ছুঁতে ভীষণ…