এসো ওহে কালবৈশাখী / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
এসো ওহে কালবৈশাখী মৃনাল কান্তি বাগচী ওহে রুদ্ররূপী কালবৈশাখী ঝড় কোথায় গেলে তুমি চলে? তুমি কি গিয়েছো আমাদের একেবারে ভুলে। তোমার ভয়াল রূপ যতই হোক ভয়ঙ্কর, তোমার মাঝে লুকিয়ে আছে অনেক শুভ বর। তোমার ধ্বংস থেকে সৃষ্টি হয় নব নব সম্পদ, তুমি আমাদের কাছে নব সৃষ্টির দ্যোতক, নয় কখনো বিপদ । সব মলিনতা, জীর্ণতা তোমার…