গরম / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা /
গরম ✍️শিব প্রসাদ হালদার রোদ ঝলসানো খরার দিনে ঘামছে সারা গা, গরমেতে প্রাণ বাঁচে না করছে উঃ! আঃ!! আকাশেতে আছে মেঘ হচ্ছে না তো বৃষ্টি, বাঁচতে চেয়ে মরছে মানুষ যেন অনাসৃষ্টি! তাতা রোদে চলছে পথে মাথায় দিয়ে ছাতা মাঠ ধূ ধূ পুড়ছে ফসল পুড়ছে গাছের পাতা। তাপ প্রবাহের তীব্র দাহে হচ্ছে সবাই নাকাল চাতক সেজে…