বৃক্ষ যে ক্ষমাশীল / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা / রবি পক্ষ /
বৃক্ষ যে ক্ষমাশীল প্রেমাঙ্কুর মালাকার জনৈকের, ছোট্ট প্রশ্ন, “ফরগিভনেস” মানে? জটিল তো নয়! “ক্ষমা” লেখা হয়, বাঙালির অভিধানে! সরল জবাব, ছোট্ট শিশুর, সঙ্গে উদাহরণ ; গাছ ফল দেয়, লোষ্ট্রাঘাতেও, করলে আক্রমণ! অপার ক্ষমায়, গাছ চিরকাল, বিরল ব্যতিক্রম ; তাই বৈষ্ণব, অন্তরে রাখে, তৃণসম সংযম! —XX—