ভাষা / দীননাথ চক্রবর্তী / বাংলা কবিতা / আন্তর্জাতিক ভাষা দিবস সংখ্যা /
ভাষা দীননাথ চক্রবর্তী আমি বাংলা ভাষায় বলি কথা বলতে পারিনা ধারকথা , সেই কথাতে নাড়ির ভাষা সেই কথাতেই মনের ভাষা চলাফেরা রোজের ন্যাতা। ঘরেদোরে উঠোনে আর ঝাঁটায় ঝাঁটায় কথার বোলে , হাতা খুন্তি চুড়ি নোয়ায় জলপটি জ্বর ভাষায় ভাষায় ফুল ফোটেযে কথার বোলে। সেই ভাষাতে দিনের শেষে ক্লান্তি মুছায়ে সাঁজবেলা , শাঁখা ছোঁয়া কলসি জল…