হে ঈশ্বরী! / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা কবিতা /
হে ঈশ্বরী! – শ্যামাপ্রসাদ সরকার অজস্র বুদবুদ ওঠে ভালবাসার যখন আমার ঈশ্বরী উনুনে পাটকাঠি ধরান ভাত নামানোর সেই তুমুল প্রতীক্ষায় আমি শুধু তাকিয়ে থাকি অনর্গল ঈপ্সায়, হে! ঈশ্বরী আজ ভাত বেড়ে দেবে গো কখন? হে ঈশ্বরী! তোমার পায়ের কাছে আমি নামিয়ে রেখেছি যত জাগতিক ভার আমাকে গৃহস্থ করেছ তুমি বারবার তাই ফিরে আসি একটু আলোর…