প্রহর শেষের আলো / শ্যামাপ্রসাদ সরকার / ঐতিহাসিক/ রবি পক্ষ /
প্রহর শেষের আলো ******** দশটা মশাল একসাথে জ্বলছে। অন্ধকারের প্রহরের সাথে এক অসম লড়াই এর জন্য বুক ঠুকছে সকলে। এরকম সময় কালের আবর্তে কমই এসেছে। কিন্তু এসেছে যখন বাঁধভাঙা বন্যার মত তা ভাসিয়ে নিয়ে গেছে সবকিছু। মানুষের জয় পরাজয়ের নিয়তিকে ছাপিয়ে যেতে পারে শুধু মানুষই, আর কেউ নয়। হাঁপাতে হাঁপাতে বটতলায় ছুটে এল…