তালগোল / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
তালগোল মৃনাল কান্তি বাগচী ওর বোকা পাগল সবই যে তালগোল, কি করবি আর চিৎকার করে? তোর চিৎকার কেউ শুনবে নারে। চলছে ধুরন্ধরদের খেলা ফুরিয়ে গেল তোর বেলা। বৃথা কেন করছিস তুই পাগলামী বিচারক যখণ আসামী। তুই কি করে আর পাবি বিচার সবই একাকার, তুই যে পরিবার পরিজনের কাছে বিনা দোষে আসামী কেন করছিস পাগলামী? পাগলের…