মুখোশ / অনিমেষ চ্যাটার্জী / বাংলা কবিতা /
মুখোশ ✍🏻 : অনিমেষ চ্যাটার্জী কিছু মুখ নাম গোত্রহীন, নাকি মুখোশ ঠিকানা বিহীন, সমাজের দেওয়ালে খোদাই রয়েছে লতায় পাতায়, অগোছালো সম্পর্কের মতো ছড়ানো ছিটানো, সাজানো ভালোবাসায় উঠোন নিকানো, পরিপাটি সমাজের বুক চিরে মনুষ্যত্ব খায় কুরে কুরে, ঘর বাঁধে অগণিত ঘুণপোকা।। —ooXXoo—