নেপো ভুতের ছানা / সলিল চক্রবর্ত্তী / বাংলা ছোট গল্প /
নেপো ভুতের ছানা সলিল চক্রবর্ত্তী “সোনাই আর দু-বার নিলেই খাওয়া ফিনিশ, তাড়াতাড়ি খেয়ে নাও বলছি, না খেলে এবার কিন্তু নেপো ভুতের ছানাকে ডাকবো। নেপো ভুতের ছানা এসে সব মাছ ভাত খেয়ে যাবে—— আয় রে আয় নেপো ভুতের ছানা, তোকে কেউ করবেনা মানা। গাছের ডালে বসে খাবি- নিত্য নুতন খানা। মাছ ভাজা আর ডিম সিদ্ধ- আরও…