সম্মুখে অথৈ প্রলয় / মদন চন্দ্র করণ / বাংলা কবিতা /
সম্মুখে অথৈ প্রলয় মদন চন্দ্র করণ সম্মুখে অথৈ প্রলয় গিরিসিন্ধু মরু – মহাকাল স্রষ্টার কিস্তি মায়াজাল, যত পাই তার চেয়ে বেশি চাই – লক্ষ লক্ষ যুগ ধরে মুছি অশ্রু জল। সাধ আর সাধ্য দুই যুদ্ধ নিরন্তর, নশ্বর মানব দেহ প্রেম খেলাঘর। নক্ষত্র নেশায় হারায় নয়নের আলো, মায়া মমতায় কুঁড়ে ঢের বেশি ভালো। হৃদয়ে যদি জমা…