বৃষ্টি দুপুর / মৌসুমী ঘোষাল চৌধুরী / বাংলা ছোট গল্প /
বৃষ্টি দুপুর মৌসুমী ঘোষাল চৌধুরী ********** ” ফোনটা তোল, তোল। ” বোন বলছে, ” কি হয়েছে রে দাদা? ” কোভিডের ভয়ানক ভয়াবহতায়, ” আমার আজ মাস ছয়েক হল, চাকরিটা নেই রে। ” “সেকি, বহুকাল যোগাযোগ নেই। ” অনেক দূরের সম্পর্ক আজকাল। ” বোন আমি সুইসাইড করব। একটা কিছু কর। ” বোন বলে উঠল, ” আমি…