মর্মকথা / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা /
” মর্মকথা “ ✍️ শিব প্রসাদ হালদার কয়লা ধূলেও যায় না ময়লা যতই করো চেষ্টা, মরুভূমিতে ঘুরলে কি আর মিটবে প্রবল তেষ্টা? জ্ঞান যদি না থাকে তবে বলবে কি কেউ জ্ঞানী? হাট্ বাজারে কিনে মান যায় না হওয়া মানী ! মান সম্মান বড়ই অমূল্য অর্থ দিয়ে নয়, ভালবাসায় পারলে গড়তে দীর্ঘস্থায়ী হয়। হিংসা বিদ্বেষ বড়ই…