ঘুঘু পাখি / ড. মদনচন্দ্র করণ / বাংলা কবিতা /
ঘুঘু পাখি ড. মদনচন্দ্র করণ (সজনে খালি,পাখিরালা সফরে গিয়ে লেখা, ডিসেম্বর, বড়ো দিনের ছুটি, ২০২০, চারদিকে করোনার উৎপাত, সেইসময়!) ঘুঘু পাখি ডাকে গোধূলি লগন, মনের কোণে বাজে তার সুরভি রাগিণী। কেন যে এমন মধুর ভাষায়, ডাকে সে কারে, কাহার স্বপ্নে বুনে গান! তৃণভূমি, শস্যক্ষেত্র, ঝোপের কিনারে, মৃদু পাখার নীরব নৃত্যে খেলে। জীবনের পাঠ, প্রেমের ইশারা,…