বন্ধু / ড. রঞ্জন কুমার দে / বাংলা প্রবন্ধ /
বন্ধু ড. রঞ্জন কুমার দে অনেকদিন ধরেই ভাবছি লেখালেখিটা শুরু করব, সেটার তাগিদটাও খুব প্রকট হয়ে উঠছিল দিন দিন। তাই কলমটা হাতে তুলেই নিলাম। কিন্তু এবার সমস্যা হল কি নিয়ে লিখবো, হাজার ভেবেও যখন পথ পেলাম না, মাথাটা ভার হতে শুরু করলো তখন, বন্ধুত্ব নিয়ে একসময়ে লেখা কিছু কথা কে পরিবর্তিত ও পরিমার্জিত করে উপস্থাপন…