ফেরিওয়ালা / ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / বাংলা ছোট গল্প /
ফেরিওয়ালা ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় পাকারাস্তা থেকে ঢালাই রাস্তার উপর দাঁড়াল ভোলা। সেই সকালে মুড়ি গুড় খেয়ে এসেছে।আর এখন দুপুর দুটো ।পেটে যেন ছুঁচোর কেত্তন চলছে।কিন্তু কী বা খাবে এখন। মাথার বোঝাটা নামালো আশুত গাছটার নীচে।মুখ দিয়ে বেরিয়ে এল একটা শান্তির আওয়াজ। মনে মনে বললে “গরীব গুর্বোদের জন্য ভগমান ঠিক ব্যবস্থা করে রেখেছে।” পকেটে বাতাসা বার…