ঘুম / চিত্রশিল্পী তপন কর্মকার / বাংলা কবিতা /
ঘুম চিত্রশিল্পী তপন কর্মকার বলো ঘুম তুমি কোথায় থাকো, কেন রোজ রাতে শরীর মাখো। আমি চাই রাজাদের রাজা হতে, ঢোখে স্বপ্ন আমার লাখো লাখো।। কেন ফুলেদের হাসি দেখতে পাই’না, অজ পারাগার প্রেম জানতে যাই’না। একে সব দিন গুলি সাবানের বুদ বুদ, আরো যদি আমাকে নেশায় রাখো।। আমাকে আমার কাছে মনে হয় বিল্লি, চাওয়া পাওয়া শেষ…