আপন জন (বিংশ পর্ব) / কাকলী ঘোষ / বাংলা ধারাবাহিক গল্প / বিশ্ব কবিতা দিবস সংখ্যা /
আপন জন (বিংশ পর্ব) কাকলী ঘোষ বাড়িটা তিন তলা। বেশ বড় সড় আর খোলা মেলা। দু চোখ মেলে চারদিক দেখতে দেখতে গাড়ি থেকে নামলো রিন্টি। কেমন যেন স্বপ্নের মত লাগছিল। জীবনে প্রথম গাড়ি চড়া ওর। তাও ঠাণ্ডা গাড়ি। কোনদিন কি ভাবতে পেরেছিল গাড়ি চড়তে পারবে ও। সন্ধেবেলা যখন শিখা বৌদি নিয়ে এসে দেখা করালো ওই…