উষ্ণীষ / পার্থসারথী চট্টোপাধ্যায় / কবিতাযাপন /
উষ্ণীষ পার্থসারথী চট্টোপাধ্যায় অভয়ারণ্যে আহত পাখির তীব্র আর্তনাদ দিল না আমার হৃদয়ে ফেরত পাহাড়ি ঝোরার স্বাদI শিরীষের বনে দুরন্ত হাতি, পায়ে পেরেকের ক্ষত আকাশে আলোর রামধনু-রঙ ঢেকে ফেলে অবিরত। তীব্র বুলেট বেঁধা সে হরিণ — রক্তক্ষরণ বুকে আমার সাধের টগরবাগানে মরে যায় ধুঁকে ধুঁকে৷ অথচ আমার ঘরের কাছে যে বাউলের একতারা ছিঁড়ে…