ঘুম পাড়ানি গান / ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / বাংলা ছোট গল্প /
ঘুম পাড়ানি গান ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় একপাল ছাগল নিয়েই বাড়ি থেকে বের হল পদ্ম। দীপু গুনে দেখে। চোখ দুটো লোভে চকচক করে। ওর ওই স্বভাব। টাকার গন্ধ পেলেই ছুঁকছুঁক করে। পদ্মর ভালো নাম পদ্মা। কোনও কালে পদ্মাবতী ছিল। বয়স টা তো থেমে নেই। অনেক দিন আগে ও একটা গ্রামে থাকত। মাটির ঘর দোরে ন্যাতা দিত ওর…