রঙের উৎসব / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
রঙের উৎসব মৃনাল কান্তি বাগচী সকাল থেকে ছেলে বুড়ো রঙ নিয়ে করলো কত খেলা, রঙ শুধু মনে দোলা দেয়না রঙ যে বেঁচে থাকার ভেলা। সারা বছর অপেক্ষা করে সবাই এই দিনে রঙ খেলবে বলে, ফাগুনের এই দোল পূর্ণিমায় রঙ খেলে সব কষ্ট যায় ভুলে। মনের কষ্ট দূরে চলে যাক আপনজন কষ্ট ভোলাতে রঙ লাগাক, মনের…