অনাদরে অতিথি / শিব প্রসাদ হালদার / বাংলা ছোট গল্প /
অনাদরে অতিথি ✍️শিব প্রসাদ হালদার পাড়ার এক প্রতিবেশীর মেয়ের বিয়ের নিমন্ত্রণ রক্ষার্থে ওঁরা দুইজন একসঙ্গে বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছেছেন। রাস্তার উপরে স্বল্প সজ্জিত প্যান্ডেলে আগত অতিথির বসার জন্য জায়গা করা হয়েছে। তখন সেখানে প্রায় ফাঁকা প্যান্ডেলে মিনিট দশেক বসবার পর সৌজন্যের উপহারটি পাত্রীর হাতে তুলে দিয়ে আবার এসে রাস্তায় সেই চেয়ারেই বসে রইলেন। ওই সময়ে…