সবুজ স্বপ্নের বরণ / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা / বর্ষবরণ সংখ্যা /
সবুজ স্বপ্নের বরণ মৃনাল কান্তি বাগচী দেখিতে দেখিতে আর একটি বছর “সবুজ স্বপ্ন” সাহিত্য পত্রিকা করিলো পার, আমরা সবাই “সবুজ স্বপ্ন” পত্রিকাকে মহা সমারোহে বরণ করিলাম ১৯ শে এপ্রিল আবার। সবুজ স্বপ্ন আপামর জনগনের চির দিনের স্বপ্ন, সারা বছর ধরে সেই স্বপ্নকে পূরণ করিতে আমরা থাকি মগ্ন। স্বপ্ন যদি বেঁচে না থাকে বেঁচে থাকার থাকেনা…