এখানে আকাশ নীল / ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / বাংলা ছোট গল্প /
এখানে আকাশ নীল ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি মুষলধারে পড়ে চলেছে। গ্রামের যেদিকে সড়ক গেছে সেদিকে আছে ছোট্ট একটা বাজার । সভ্যতার কৃপণ আলো পেয়েছে গ্রামটি। এখানে একটা চা এর দোকানে আজ বিক্রি বাটা ভালোই চলছে। এই বর্ষার অপেক্ষা করছিল সবাই। চাষীপ্রধান এই গ্রাম মামুদপুর। হিন্দু মুসলমান মিলিয়ে হাজার লোকের বাস।…