বাসন্তী চেতনা / পিনাকী বিশ্বাস / বাংলা কবিতা /
বাসন্তী চেতনা -পিনাকী বিশ্বাস ঋতু বদল হয় কর্মময় ব্যস্ত জীবনে বুঝি কয়জনা? আজকাল হুল্লোড়টা একটু বেশি। আনন্দ উপভোগ থেকে যেন একটা দানবীয় উন্মাদনায়ই উৎসাহী। স্নিগ্ধ, শান্তভাবে উৎসবকে উপলব্ধি করা শেখানোর পাঠ উঠে গেছে। আর দিলেও কেউ নেয়না। জীবনে চলার পথে এক চিলতে অন্যরকমকে কীভাবে গ্রহণ করতে হয় সেটা নিয়ে কেউ আর চিন্তিত নয়। এই ধরুন-…