নিঃসঙ্গ / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
নিঃসঙ্গ রণজিৎ মন্ডল কেউ নেই কাছে, এই জন অরন্য মাঝে, শুধু দেখা ও কথা, শুধু নিজের নিজের কাজে। শুনি দিবারাত্র হুস হাস হাল্কা, মাঝারি ও ভারী গাড়ির শব্দ কানে বাজে, একটু আকাশের নীল দেখব সে – কি পাবো দেখতে! কিছুই দেখা যায় না যে, বাড়িতে বাড়িতে ঢেকেছে আকাশ বাতাসটাও চৈত্রের হারিয়েছে, কোন্ রাস্তায় ট্রাফিকের বাশির…