ননীগোপাল ডট কম (প্রথম পর্ব) / ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / বাংলা ধারাবাহিক গল্প /
ননীগোপাল ডট কম (প্রথম পর্ব) ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ননীগোপাল এ পাড়ার নাম করা লোক। তাই বলে ভেবে বসবেন না জজ ব্যারিস্টার। আসলে কেন জানি না ননীগোপালকে সবাই চেনে। কদিন আগে ননীর গিন্নি আপশোষ করছিল ছেলেটার বিয়ে হচ্ছে না। ননীগোপাল বললে “এখনকার মেয়ে। আগে দেখবে সরকারী কাজ করে কিনা পাত্তর। ওসব প্রেম পীরিত সব টাকার খেল। ভালোবাসার…