ভ্রষ্ট নীতি / প্রদীপ সরকার / বাংলা কবিতা /
ভ্রষ্ট নীতি… প্রদীপ সরকার ভাবনাটা যদি উদার হতো সবাকার এই দুনিয়ায়! হয়তো বা তবে কোনই মানুষ আর করতো না কখনও হায় হায়!! অর্থের লোভে আর কামনার তোপে দেখি আজ হারাচ্ছে মানবতা কতো ডাক্তার। কুকর্ম যতো সবেতেই সায় দিয়ে চলেছে দেখি কিছু ঘুষখোর পুলিশ আর মোক্তার। ব্যবসায়ী কিছু কিছু, নিত্য ঠকায় মিছু, সরল সাদাসিধে খদ্দের। মিষ্টি…